জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। গতকাল রংপুরের পীরগঞ্জে বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির সূচনা করেন এনসিপি নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে এনসিপি নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এ সময় আবু সাঈদের মা মনোয়ারা বেগম নাহিদ ইসলামের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।