বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক সম্প্রতি মার্কিন রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন। তিনি মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত “ওয়ান বিগ বিউটিফুল বিল” নামে পরিচিত ৩-৫ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন এবং এটিকে “উন্মাদ ও লজ্জাজনক” বলে আখ্যা দিয়েছেন।
তিনি স্পষ্ট ভাষায় জানান- এই বিল পাস হলে আমি আগামীকালই 'আমেরিকা পার্টি' নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবো. মাস্ক আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে কার্যত একটি দলই কার্যকর- আমি একে বলি ‘পোর্কি পিগ পার্টি’। যারা এই বিলের পক্ষে ভোট দেবে, তাদের লজ্জিত হওয়া উচিত। যদি কিছু থেকেই থাকে যা আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো, তা হলো এদের প্রাইমারি নির্বাচনে হার নিশ্চিত করা।
এ বক্তব্যের পর এক্স প্ল্যাটফর্মে চালানো এক জরিপে প্রায় ৫.৬ মিলিয়ন মানুষ অংশ নেন, যার মধ্যে ৮০% অংশগ্রহণকারী নতুন দল গঠনের পক্ষে মত দেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলা অত্যন্ত কঠিন হলেও মাস্কের অর্থ, প্রযুক্তি এবং সামাজিক প্রভাব এ ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। এদিকে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াং-এর ‘ফরওয়ার্ড পার্টি’ ইতোমধ্যে মাস্কের আহ্বানে সাড়া দিতে আগ্রহ প্রকাশ করেছে।
তথ্য সূত্র- আলজাজিরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ