সপ্তাহের শুরুতে ভয়াবহ ঝড়ের পর ফ্রান্স ও ইতালির মধ্যে ট্রেন চলাচল "কমপক্ষে কয়েক দিনের জন্য" স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ফরাসি জাতীয় রেল সংস্থা এসএনসিএফ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি ও ইকোনমিক টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সোমবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সে ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন চলছে বড় ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উদ্ধার কার্যক্রম। একইসঙ্গে প্যারিস-মিলান হাইস্পিড লাইনের রেলপথে কোনো ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করতে কাজ করছে এসএনসিএফ।
রেল কর্তৃপক্ষের ভাষ্যে, ট্র্যাক পরীক্ষা চলাকালীন যদি বড় ধরনের ক্ষতি ধরা পড়ে, তাহলে এই রুটে ট্রেন চলাচল আরো দীর্ঘ সময়ের জন্য স্থগিত থাকতে পারে।
এদিকে যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবস্থা এবং ফেরি পরিষেবা চালু রাখতে স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানা গেছে। সূত্র: ইকোনমিক টাইমস
বিডি প্রতিদিন/নাজিম