সিলেটের কোম্পানীগঞ্জে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দু’দিনব্যাপী চলমান কর্মবিরতি, গণঅনশন ও অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে গণঅনশনে অংশ নেন বালু-পাথর শ্রমিকরা। বিকেল ৩টায় অনশন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং থানাবাজার এলাকায় এসে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনকারীরা দেশীয় অস্ত্র নিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে নেমে পড়েন এবং সড়ক অবরোধ করেন। এসময় চলাচলরত একটি বাস, দুটি প্রাইভেট কার ও দুটি সিএনজি অটোরিকশায় ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। এ সময় পুলিশ হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, 'গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
শ্রমিকদের দাবি, সিলেট অঞ্চলের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া, স্টোন ক্রাশার ব্যবসার সুযোগ প্রদান এবং ট্রাক শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। এসব দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা