পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ইস্যু নিয়ে রাজনীতিতে দ্বন্দ্ব সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) মফিকুল হাসান তৃপ্তি।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে রুখতে রাজনীতিতে নানামুখী দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে। পিআর ইস্যুকে কেন্দ্র করে দেশের মানুষের গণতন্ত্র নষ্টের পাঁয়তারা চালানো হচ্ছে।
মঙ্গলবার শার্শার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, বাংলাদেশ কারও একক সম্পত্তি নয় যে, যা ইচ্ছে করার চেষ্টা করা হবে। যারা এটি মনে করবে, তারা দেশ ও জাতির শত্রু।
ফ্যাসিস্ট হাসিনাকে দেখে শিক্ষা নেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাহেব আলি মাস্টারের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ ও যুবদলের আসাদুজ্জামান আসাদসহ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই