কুমিল্লায় আমিনুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় সজীব (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত একটি দা ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। আটক সজীব কুমিল্লার চান্দিনা থানার বদরপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, নিহত আমিনুল ইসলামের নিকট আত্মীয় সিরাজ চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১০ লাখ টাকা নেয়। দীর্ঘদিন চাকরি না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকায় টাকা ফেরত চাইলে সিরাজ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করে।
পরিকল্পনা অনুযায়ী গত ৯ সেপ্টেম্বর সিরাজ ও তার সহযোগীরা আমিনুলকে সিলেট ভ্রমণের কথা বলে বাসা থেকে বের করে। সেদিন রাতে তারা কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের বিসমিল্লাহ আবাসিক হোটেলে ওঠে। পরদিন (১০ সেপ্টেম্বর) রাতে সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পেছন থেকে গলা কেটে আমিনুলকে হত্যা করে। এরপর লাশ বালু চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
পরে ১১ সেপ্টেম্বর দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বালুর নিচ থেকে গলা কাটা মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বাবা ১২ সেপ্টেম্বর সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত আমিনুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের আলী আজমের ছেলে।
বিডি প্রতিদিন/হিমেল