নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। গতকাল বিকালে ফেনী শিল্পকলা একাডেমিতে ‘আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বলেন, জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন অন্যান্য নির্বাচন বা কার্যক্রম নিয়েও সংশয় তৈরি হয়। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কার্যক্রম কিংবা নির্বাচনি ফলাফল জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা হয় না।
মিন্টু আরও বলেন, জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক ভিত্তি নির্ধারণ করে। আর ছাত্ররা তাদের নিজস্ব পরিসরে যা করছেন বা করছেন না, তা আলাদা বিষয়। জাতীয় নির্বাচনের সঙ্গে এসব মিলিয়ে দেখা যায় না। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে দল সব সময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে।
তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে এখনো মুহূর্তের মধ্যে জনতা উত্তেজিত হয়ে মব তৈরি করছে, মানুষকে পিটিয়ে হত্যা করছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু নিজ দলের সমালোচনা প্রসঙ্গে বলেন, ‘আমাদের দল কখনোই দাবি করে না যে ভুল থেকে মুক্ত। অনেক ক্ষেত্রে অসৎ কর্মকাণ্ড আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে শৃঙ্খলা ভঙ্গ বা অপরাধে জড়িত থাকার কারণে ইতোমধ্যে ৩ থেকে ৪ হাজার নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ প্রমুখ।
ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে ও শিক্ষক আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এ বছর বৃত্তিপ্রাপ্ত ১২ জনসহ পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।