দক্ষিণ আফ্রিকার উইটব্যাংক এলাকায় কাজী মহিউদ্দিন পলাশ (৩৬) নামে বাংলাদেশি ব্যবসায়ী মর্মান্তিকভাবে খুন হয়েছেন। নিখোঁজের তিন দিন পর তার নিজের দোকানের ফ্রিজ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে মালাউই জাতীয়তার এক কর্মচারীকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ হত্যাকাণ্ডে দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের বাসিন্দা কাজী মহিউদ্দিন পলাশ প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। দুই সন্তানের জনক এই প্রবাসী পরিবার-পরিজনের স্বপ্ন পূরণে দেশ ছেড়েছিলেন। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দক্ষিণ আফ্রিকা পুলিশ সূত্রে জানা গেছে, পলাশকে তার মালাউইয়ের এক কর্মচারী হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। পরে তার লাশ দোকানের ভিতরে থাকা ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের বড় ভাই কাজী আলমগীর জানান, ‘তিন দিন ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না, ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করতে গিয়ে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে সবকিছু উদ্ঘাটন করে। সেই ভিডিও থেকেই খুনের বিষয়টি নিশ্চিত হয়।’ পরিবারের পক্ষ থেকে নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।