ডাকসু ও জাকসু নির্বাচনে ভোট গ্রহণের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল সকালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধানিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে এটি নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, এমনকি শিক্ষক পর্যন্ত অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। তিনি গতকাল সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের নবগঠিত কমিটির আহ্বায়ক হানিফ, সদস্যসচিব কাজী শাখাওয়াত হোসেনসহ নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান এবং পুষ্পমাল্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
পরে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা কবরের সামনে মুষ্টিবদ্ধ হাত তুলে শপথবাক্য পাঠ করেন। উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর ডিইএবির ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।