নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘ম্যানেজিং ফিজিক্যাল ইনভেন্টরি অ্যান্ড কন্ট্রোল’ শীর্ষক বিশেষ লেকচার সেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।
সেশনে প্রধান বক্তা ছিলেন রহিমআফরোজ গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের সেন্ট্রাল প্ল্যানিং প্রধান মো. ইসমাইল। তিনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট (গুদামজাত পণ্য ব্যবস্থাপনা) ও কন্ট্রোল নিয়ে বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর কৌশল শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।
অনুষ্ঠানটি সমন্বয় করেন এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামের শিক্ষার্থীরা এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. সান্টু কুমার ঘোষ। আলোচনায় ইনভেন্টরি ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়। বক্তা বাস্তব শিল্প অভিজ্ঞতার আলোকে এসব চ্যালেঞ্জ মোকাবিলার উপায়ও তুলে ধরেন।
সেশনে কর্পোরেট ও প্রতিরক্ষা (ডিফেন্স) খাত থেকে আসা শিক্ষার্থীরাও অংশ নেন। তাদের ভিন্ন ভিন্ন কর্মজীবনের অভিজ্ঞতা আলোচনাকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে।
নর্দান ইউনিভার্সিটি জানিয়েছে, তারা সবসময় শিক্ষার্থীদের পাঠ্যক্রমে বাস্তব অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করতে সচেষ্ট। ভবিষ্যতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট খাতে দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যে এ ধরনের সেশন নিয়মিত আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/কেএ