বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। গতকাল উত্তরার দক্ষিণখানের ৪৮ নং ওয়ার্ডে চেয়ারম্যানবাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। পাশাপাশি তিনি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
এ সময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, আজ দেশের মানুষের সবচেয়ে বড় চাহিদা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা।
আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা সংস্কার পরিকল্পনা দিয়েছেন, সেটি কেবল বিএনপি নয়, সমগ্র জাতির মুক্তির রূপরেখা। এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। এই ৩১ দফাই বাংলাদেশের আগামী দিনের পরিবর্তনের ভিত্তি হবে।