বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, সঠিক তথ্য পরিবেশন করাটাই হচ্ছে একজন সাংবাদিকের দায়িত্ব। সে দায়িত্ব পালন করতে হলে অপতথ্য, হলুদ সাংবাদিকতা এবং মিথ্যা তথ্য পরিহার করতে হবে।
গতকাল বিকালে কক্সবাজার প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা সভায় সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুই দিনের সফরে কক্সবাজার আসা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাদের গণি চৌধুরী বলেন, ‘সাংবাদিকতার মূলমন্ত্রটিই হচ্ছে মিথ্যার সঙ্গে আপস না করা। মিথ্যা পরিহার করে সত্য তথ্য নিয়ে সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবেশন করতে হবে।’
মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের প্রশ্নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। এ ছাড়া নানান অপতথ্য প্রচার থেকে দেশকে রক্ষার জন্য সাংবাদিকদেরই দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, ‘ক্লাবের ৭০ বছরের ইতিহাসে এই প্রথম ঢাকার বাইরে ক্লাব ব্যবস্থাপনা কমিটির একটি সভা হলো। আর তা-ও এ সভাটি করা হয়েছে আমাদের সবার গর্বের স্থান বিশ্বের অন্যতম দীর্ঘতম সাগরপারের পর্যটন শহর কক্সবাজারে।’ কবি হাসান হাফিজ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে একটি সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে নানান ষড়যন্ত্র চলছে, নানান শর্ত আরোপ করা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে বেড়াজাল। দলমতের ঊর্ধ্বে উঠে এসব নিয়ে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’ জুলাইয়ের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সমাজমাধ্যমে অপতথ্য ও অপপ্রচার নিয়ে সাংবাদিকদের নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করারও আহ্বান জানান তিনি। কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী বক্তব্য দেন। সভায় জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, এ কে এম মহসীন, মাসুমুর রহমান খলিলী ও জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।