জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, তাদের অধীন সব কর্মকর্তা-কর্মচারীকে স্ব-স্ব দপ্তরে উপস্থিত থেকে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কড়া নির্দেশনা জারি করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে কাস্টমস হাউস, কর কমিশনারেট এবং ভ্যাট কমিশনারেটের অনেক দপ্তরে সেবা ব্যাহত হচ্ছে। যা দেশের অর্থনৈতিক কার্যক্রম, আমদানি-রপ্তানি এবং রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।”
এ অবস্থায় দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা ও অর্থবছরের শেষ তিন কার্যদিবসে কার্যক্রম সচল রাখার স্বার্থে সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকা নিশ্চিত করতে বলা হয়েছে। কেউ দাপ্তরিক প্রয়োজনে বাইরে যেতে চাইলে, সংশ্লিষ্ট দপ্তর প্রধানের অনুমতি নিতে হবে এবং অফিস ত্যাগ রেজিস্টারে এন্ট্রি করে যেতে হবে।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, দেরিতে অফিসে যোগদান অথবা অননুমোদিতভাবে অফিস ত্যাগ সরকারি কর্মচারী আচরণ বিধির পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ—বিজ্ঞপ্তিতে এমনটিই উল্লেখ করা হয়।
এনবিআর জানিয়েছে, কেউ এসব নিয়ম লঙ্ঘন করলে সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আশিক