ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামলেই ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে খেলবেন শান্ত। এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি ওয়ানডে খেলার কৃতিত্ব দেখিয়েছেন ৩১ জন ক্রিকেটার। সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছেন শান্ত।
দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। তার ম্যাচ সংখ্যা ২৭৪। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২০১৮ সালের সেপ্টেম্বরে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল শান্তর। এরপর সময়ের সঙ্গে নিজেকে পরিণত ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
এখন পর্যন্ত ৪৮ ইনিংসে ব্যাট করে শান্ত করেছেন ১,৫৬৫ রান। তিনটি সেঞ্চুরি আর ১০টি অর্ধশতকের সাহায্যে তার গড় রান ৩৪.৭৭। আইরিশ, আফগান ও লঙ্কানদের বিপক্ষে শতক হাঁকানোর কৃতিত্ব রয়েছে তার নামের পাশে।
বিশেষ করে চলতি বছরের মার্চে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে তার ১২২ রানের অপরাজিত ইনিংস ছিল চোখে পড়ার মতো। সেই ইনিংসের ওপর ভর করেই ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ দল।
অধিনায়ক হিসেবেও ইতোমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছেন শান্ত। দেশের হয়ে ১৩টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। যার মধ্যে জয় এসেছে ৪টিতে, হার ৯টিতে।
সীমিত ওভারের ক্রিকেটে শান্তর সামনে তাই নতুন অধ্যায় শুরু করার হাতছানি। ৫০তম ম্যাচে নিজেকে রাঙিয়ে তুলতে মুখিয়ে থাকবেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটার।
বিডি প্রতিদিন/নাজিম