পর্তুগাল ও স্পেনে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি তৈরি হয়েছে।
জুনের শেষ সপ্তাহে ইউরোপজুড়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, তা জুলাই মাসেও প্রবেশ করল।
মঙ্গলবার ইউরোপের দেশে দেশে তাপমাত্রাজনিত দুর্ভোগের খবর শোনা গেছে।
পর্তুগাল ও স্পেনে জুন মাসের তাপমাত্রার রেকর্ড ১ জুলাই ভেঙে গেছে। পর্তুগালে তাপামাত্রা দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও স্পেনে তাপাত্রা উঠে গেছে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে।
উচ্চচাপের যে অঞ্চলটি এই প্রচণ্ড তাপমাত্রা ধরে রেখেছে, তা পূর্ব দিকে সরে যাওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে এবং সপ্তাহ শেষে বলকান, ইতালি ও গ্রিসের দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে আর আইবেরিয়ান উপদ্বীপে তাপমাত্রা কিছুটা কমবে।
তবে দক্ষিণ স্পেনের অভ্যন্তরীণ অঞ্চলে তাপমাত্রা খুব একটা না কমলেও সারা সপ্তাহজুড়ে তা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। সূত্র: বিবিসি, এপি, ইন্ডিপেন্ডেন্ট ইউকে
বিডি প্রতিদিন/একেএ