শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

গ্রুপিংয়ের রাজনীতি মাদারীপুরে

দেশের যেসব জেলা রাজনৈতিকভাবে সমৃদ্ধ হিসেবে গণ্য, তাদের অন্যতম মাদারীপুর। এ জেলার রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা সুষ্ঠু-শোভন রাজনীতি চর্চার জন্য সুখ্যাত ছিলেন। কালক্রমে ‘দলের চাইতে নেতা বড়’ মানসিকতার প্রাবল্যে নানারকম সমস্যায় ভুগছে। এখন মাদারীপুরে ‘কিন্তু’মুক্ত দল খুঁজে পাওয়া মুশকিল। দলগুলোর হালফিল অবস্থার ওপর প্রতিবেদনটি তৈরি  করেছেন মাদারীপুর প্রতিনিধি বেলাল রিজভী।

২২ বছর ধরে চলছে গ্রুপিং আওয়ামী লীগে

জাপা-জামায়াতের তৎপরতা নেই

মাঠে নেই বিএনপি, আছে শুধু অভ্যন্তরীণ ঝামেলা

সর্বশেষ খবর