শিরোনাম
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রণোদনার পরও বাড়ছে খেলাপি ঋণ

বিভিন্ন সুবিধা দেওয়ার পরও জুন শেষে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা। করোনাভাইরাসের প্রভাব বিবেচনায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি হিসেবে চিহ্নিত না করা এবং বিদ্যমান নীতিমালার আওতায় খেলাপি ঋণ পুনঃ তফসিলে বিশেষ ছাড় রয়েছে। এর পরও ব্যাংক খাতে মার্চ থেকে জুন প্রান্তিকে ৩ হাজার ৬০৬ কোটি খেলাপি ঋণ বৃদ্ধি পেয়ে এর পরিমাণ দাঁড়িয়েছে ৯৬ হাজার ১১৬ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৯.১৬ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, সুবিধা দিয়ে খেলাপি ঋণ কমানো যাবে না। যারা টাকা নিয়ে ফেরত দিতে চান না তারা আরও সুবিধা চাইবেন। যারা নিয়মিত গ্রাহক তারাও মনে করবেন টাকা ফেরত না দিয়েও তো অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। সরকার ব্যাংকিং প্রণোদনা দেওয়ার পরও খেলাপি ঋণ বৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন নিজস্ব প্রতিবেদক আলী রিয়াজ

ইচ্ছাকৃতদের কারণে খেলাপি ঋণ বেড়েছে

সুবিধা দিয়ে খেলাপি ঋণ কমানো যাবে না

খেলাপির প্রকৃত চিত্র ঢেকে রাখা হয়েছে

সর্বশেষ খবর