বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

দিতে হবে সম্পদের হিসাব

সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশনা

পাঁচ বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার আইন আছে, কিন্তু যথাযথভাবে কার্যকর হয়নি। এবার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নিতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টিকে ইতিবাচক চোখেই দেখছেন বিশ্লেষকরা। তাঁরা বলছেন, এ আইন কার্যকর হলে দুর্নীতি, অনিয়ম অনেকাংশে কমে যাবে। একইভাবে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহি। বিশ্লেষকরা সরকারি কর্মচারীর পাশাপাশি মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব নেওয়ার দাবিও জানিয়েছেন। তিনজন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদ আজহার

 

এটা সুচিন্তিত ও ভালো সিদ্ধান্ত, কার্যকর চাই

 

স্বচ্ছ হিসাব নিলে পিয়নের ছয় তলা বাড়ি হতে পারে না

 

মন্ত্রী-এমপিদেরও সম্পদের হিসাব নেওয়া উচিত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর