বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ‘এক নতুন অধ্যায়’ শুরুর আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, ইতালির জনগণ বাংলাদেশের বন্ধু।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকের সময় এ আহ্বান জানান জর্জিয়া মেলোনি।
অধ্যাপক ইউনূস জাতিসংঘে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের এক সংক্ষিপ্ত বিবরণে বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। তার বক্তব্যের পর জর্জিয়া মেলোনি বলেন, গুরুত্বপূর্ণ খাতে সংস্কার বাস্তবায়নের জন্য অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবে ইতালি।
অধ্যাপক ইউনূসের উদ্দেশে তিনি বলেন, আপনি আমাদের ওপর ভরসা করতে পারেন। আসুন আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার চেষ্টা করি।
ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন হ্রাস করার লক্ষ্যে বাংলাদেশের শ্রমিকদের ইতালিতে বৈধ চ্যানেলের মাধ্যমে প্রবেশের সুযোগ তৈরির জন্য আনুষ্ঠানিকভাবে অভিবাসন ব্যবস্থাকে কাজ করতে ইতালির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
এ প্রস্তাবে মেলোনি সম্মতি জানিয়ে বলেন, অনিয়মিত অভিবাসন বন্ধ করতে এবং ইতালিতে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান, সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং প্রটোকলের প্রধান খন্দকার মাসুদুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/একেএ