বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

২৪০ কোটি টাকা পাচারে ব্যবসায়ীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

২৪০ কোটি টাকা পাচারের মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ব্যবসায়ী আবু আহাম্মদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন হাই কোর্ট। একই সঙ্গে গ্রেফতার করে তাকে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার ব্যবসায়ী আবু আহাম্মদ হাই কোর্টে জামিন আবেদন করেন। তবে দায়রা জজ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন, তা গোপন করা হয় জামিন আবেদনে। ওই আবেদনের ওপর শুনানি শেষে গতকাল আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামি হাজির না হওয়ায় আসামির আইনজীবী ফারিয়া বিনতে আলম জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করার আবেদন করেন। জামিন আবেদনে তথ্য গোপন করায় আদালত আইনজীবীকে সতর্ক করেন। আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। ২০ জনের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ মার্চ কোতোয়ালি থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি। মামলায় বলা হয়- আসামিরা একে অন্যের সহায়তায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েকটি ব্যাংক হিসাব নম্বরে ১২ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সোনা চোরাচালান, চোরাই এবং অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা ও হুন্ডির মাধ্যমে ২৪০ কোটি টাকা পাচারের অর্থ দিয়ে গাড়ি, বাড়ি, মার্কেটসহ বিভিন্ন সম্পত্তি অর্জন করেছেন।

সর্বশেষ খবর