রোমানিয়ান সাবেক ডিফেন্ডার ক্রিস্টিয়ান কিভুকে নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। সিমোনে ইনজাগির পদত্যাগের পরপরই দ্রুত সিদ্ধান্ত নেয় ক্লাবটি।
কিছুদিন আগেই ইতালিয়ান ক্লাব পার্মার দায়িত্ব ছেড়েছিলেন কিভু। ২০২৪ সালের জুন পর্যন্ত পার্মার সঙ্গে তার চুক্তি ছিল, তবে মাত্র চার মাসের মধ্যেই পারস্পরিক সমঝোতায় সম্পর্ক ছিন্ন করেন তিনি। এর পর থেকেই আলোচনায় ছিলেন ইন্টারের সম্ভাব্য কোচ হিসেবে।
৪৪ বছর বয়সী কিভু ইন্টারের সাবেক ডিফেন্ডার, যিনি জোসে মরিনিয়োর অধীনে ২০১০ সালে ঐতিহাসিক ট্রেবল জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এখন সেই পুরোনো ঠিকানায় তিনি ফিরলেন হেড কোচ হিসেবে।
ক্লাব বিশ্বকাপ দিয়েই কিভুর কোচিং অধ্যায়ের শুরু হবে ইন্টারে। তাদের প্রথম প্রতিপক্ষ হবে মেক্সিকোর ক্লাব মনতেরে। এই টুর্নামেন্টে সাফল্য এনে দেওয়াই এখন কিভুর বড় চ্যালেঞ্জ।
চলতি মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত একটি ট্রফিও জিততে পারেনি ইন্টার। মৌসুমের সবচেয়ে বড় ধাক্কা ছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়া। সেই হতাশার রেশ কাটিয়ে নতুন করে পথচলা শুরু করতে যাচ্ছে ক্লাবটি।
বিডি প্রতিদিন/মুসা