শিরোনাম
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রকাশিত সংবাদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

বাংলাদেশ প্রতিদিনে ২৩ ডিসেম্বর ‘দূতাবাসগুলোর বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস পালন, ব্যানার থেকে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি বাদ!’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে : এবারের বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের সব দূতাবাসের অনুষ্ঠানের ব্যানার থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বাদ দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। এ বছর বাংলাদেশের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর থেকে প্রাপ্ত বিজয় দিবসের পোস্টার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিশনগুলোয় প্রেরণ করা হয়েছে। কিন্তু নতুন কোনো তথ্যচিত্র ওই দফতর থেকে পাওয়া যায়নি, তাই প্রেরণ করাও হয়নি। তবে অতীতে এ ধরনের অনেক তথ্যচিত্র মিশনগুলোয় প্রেরণ করা হয়েছে। কিছু মিশনের অনুরোধে তাদের ব্যবহারের সুবিধা ও সরকারি কৃচ্ছ্রসাধনের জন্য গত কয়েকটি জাতীয় দিবসের ব্যানারের সংশোধনযোগ্য ফাইল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমেইলযোগে মিশনগুলোয় পাঠানো হয়েছে; যেখানে প্রতিটি মিশনের আলাদা করে ডিজাইনের বা এডিট করার পূর্ণাঙ্গ সুযোগ থাকে এবং যথাযথ স্থানে মিশনের নাম, বঙ্গবন্ধু বা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বা অন্যান্য গ্রাফিক্স ব্যবহারের সুযোগ থাকে। এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসেও মিশনগুলোকে অনুরূপ ব্যানারের সংশোধনযোগ্য ফাইল ইমেইলযোগে প্রেরণ করা হয়েছে এবং মিশনগুলো তাদের পূর্ববর্তী বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজস্ব ডিজাইনের ব্যানার তৈরি করে অনুষ্ঠান পরিচালনা করেছে।

সর্বশেষ খবর