বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক নয় কার্যকর ইসি চাই

-ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠা, জাতীয় শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষা সংকোচন নীতির প্রতিবাদে আগামী ৭ জানুয়ারি মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ এ ঘোষণা দেন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দলীয় সরকারের অধীনে বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই না। এ দুটি ধারারই আমরা বিপক্ষে। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনে করে সাংবিধানিক ধারা সংশোধন করে কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে অংশগ্রহণমূলক অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।

উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মসিহুদ্দৌলা, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী, এম সোলায়মান ফরিদ, সৈয়দ মোজাফফর আহমদ মোজাদ্দেদী, অধ্যক্ষ আবু জাফর মুঈনুদ্দীন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবের প্রমুখ।

সর্বশেষ খবর