অসহযোগ আন্দোলনের ডাকে সাতক্ষীরায় কোটা বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার বেলা ১১টার দিকে খুলনা রোড মোড় থেকে শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে এসে সমবেত হয়ে। এক দফা এক দাবিতে সরকার প্রধানের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীদের সাথে আইনজীবী, অভিভাবকরা অংশ নেয়। পরে তারা নিউ মার্কেট চত্বর থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ব্যানার ছিড়ে অগ্নিসংযোগ করে মিছিলটি সাতক্ষীরা সদর হাসপাতাল সংলগ্ন খুলনা রোড মোড় এলাকায় গিয়ে সমাবেশ করে।
অপরদিকে, পাটকেলঘাটায় বেলা সাড়ে ১১ টার দিকে পাটকেলঘাটা কলেজ মোড় থেকে একটি কোটা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়ে খুলনা-সাতক্ষীরা সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিক্ষোভ করে।
বিডি প্রতিদিন/আরাফাত