নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মহড়ার মধ্য দিয়ে নিজেদের সক্ষমতা দেখিয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সেই সাথে তারা জনসাধারণকে এ বিষয়ে সচেতনও করেছেন।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়।
এদিন মহড়াকে কেন্দ্র করে একটি নাটকীয় দৃশ্যের আয়োজন করা হয়। যেখানে ভূমিকম্পের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অনেক কর্মকর্তা-কর্মচারী সাধারণ মানুষজন আটকা পড়ে যান। এই খবর পাওয়ার সাথে সাথেই দ্রুত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে তাদের বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে উদ্ধার তৎপরতা শুরু করেন। সেই সাথে একে একে তাদের যন্ত্রাংশ ব্যবহারের মধ্য দিয়ে অগ্নিকাণ্ড নির্বাচনসহ সকল কাজ সম্পন্ন করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, জনসচেতনতা বাড়ানোর জন্যই এই মহড়ার আয়োজন করা হয়েছে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিজেদের সাবধানতা ও সচেতন থাকলে অনেক ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায়। আগুন লাগে, এটা দ্রুত নির্বাপন ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, কোটি কোটি খরচ করে বাড়ি নির্মাণের সাথে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখতে হবে। আমাদের ফায়ার সার্ভিসের দরজা সবসময় খোলা থাকবে। আপনারা সচেতন হবেন। আমরা আপনাদের পাশে আছি। আমাদের সেবা নিন। তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আমাদের সক্ষমতা অনেক ভালো। আমাদের ফায়ার সার্ভিসের যে সক্ষমতা রয়েছে তা অত্যন্ত ভালো। ফায়ার সার্ভিসের কর্মীরা তা দেখিয়েছেন। তারা অত্যন্ত দক্ষতার সাথে অগ্নি নির্বাপণের ব্যবস্থা দেখিয়েছেন। আমাদের কাছে মনে হয়েছে অনেকগুলো বিষয় আমরা নিজেরা জানি না। যখন গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটে, নারায়ণগঞ্জে অনেক ঘটনা ঘটে, বলা হয়ে থাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।
তিনি আরও বলেন, আসলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় না। আমরা দেখলাম সিলিন্ডারের আগুন একেবারে হাত দিয়ে নেভানো যায়। কাঁথা দিয়ে ঢেকে দিয়ে নেভানো যায়। আমরা জানি না বলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা অনেক টাকা খরচ করে বাড়ি নির্মাণ করি ব্যবসা প্রতিষ্ঠান করি, সাথে সাথে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখা উচিত। এই সচেতনতা গড়ে তোলার জন্য ফায়ার সার্ভিসের এই মহড়া। আমরা দেখেছি সাধারণ একটি বলের মাধ্যমেই আগুন নিভে গেছে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
বিডি প্রতিদিন/জামশেদ