ঢাকা, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কানাডার ক্যালগেরিতে শারদীয় দুর্গোৎসব
কানাডা প্রতিনিধি :

বরফাচ্ছন্ন কানাডার ক্যালগেরিতে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব চলছে শর্ফোড কমিউনিটি হলে। প্রবাসী বাংলাদেশিদের সাথে উৎসবে যোগ দিচ্ছেন বিদেশীরাও।

বাংলা সাংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে আলোক উজ্জ্বল আর সূক্ষ্ম ছোঁয়ায় সাজানো হয়েছে পূজামণ্ডপ। নানা মাত্রিক আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শারদীয় উৎসবে চলছে দেবী দুর্গার আরাধনা। একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে পূজামণ্ডপ হয়ে উঠছে এক মিলন মেলা। উৎসবের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় স্বনামধন্য শিল্পীরা।

ক্যালগেরি বঙ্গীয় পরিষদের ট্রাস্টি কিরণ বণিক শংকর জানালেন, আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে, আমাদের আজকের এ আয়োজন। সারা বিশ্বে শান্তি বিরাজ করুক, সকল অশুভ শক্তির বিনাশ ঘটুক- আজকের এই শুভ দিনে এমনটাই আমাদের প্রত্যাশা।

দেশের মাটিতে পা রাখতে না পারলেও কানাডার সনাতন ধর্মাবলম্বী বাঙ্গালীরা এখন দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। দেবীর পায়ে অঞ্জলী আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ আর শান্তি কামনা করে প্রার্থনা করেছেন প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর