অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে মিছিল এবং সমাবেশ করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি।
জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত তাৎক্ষণিক এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূইয়া এবং চেয়ারপার্সনের ফরেন রিলেশন্স কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন।
নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসীমউদ্দিন (ভিপি জসীম), মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, উত্তরের সভাপতি আহবাব চৌধুরী খোকন, স্টেট বিএনপি নেতা কাউসার আহমেদ, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, রুহুল আমিন নাসির, বদরুল হক আজাদ, দেওয়ান কাউসার, নীরা রাব্বানী, জিনাত রেহানা রীনা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মাকসুদ চৌধুরী, শ্রমিক দলের সভাপতি এস এম জাহাঙ্গির আলম, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন, প্রমুখ।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় মিছিল শেষে নবান্ন পার্টি হলে আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৬ বছরের জঞ্জাল অপসারণের প্রধান ও প্রাথমিক দায়িত্ব হচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারি হিসেবে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচার করা। তাহলেই ভবিষ্যতে আর কেউ এমন নৃশংসতায় লিপ্ত হবার ঔদ্ধত্য দেখাবে না।
সমাবেশের সভাপতি মাওলানা আতিকুর রহমান সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে জাতিসংঘে ড. ইউনূসের ভাষণের সমর্থনে বাইরে আনন্দ ও স্বাগত-সমাবেশকে সফল করার জন্য।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন