যুক্তরাজ্যে বিভিন্ন সেক্টরে দক্ষ শ্রমিকের ঘাটতি রয়েছে। এই অবস্থায় ফরেন স্কিলড ওয়ার্কারদের এসব সেক্টরে আসার জন্য আহ্বান জানাচ্ছে দেশটির সরকার। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত কিছু ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে লোক চাওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে- হেলথকেয়ার, টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রভৃতি। এসব সেক্টরে দক্ষ লোক আনতে যুক্তরাজ্য তার কাজের ভিসা প্রোগ্রামগুলোকে সহজ করেছে। ফলে স্কিলড ফরেন ওয়ার্কাররা এসব গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করার জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছে। এবার চলুন জেনে নেওয়া যাক কোন নয়টি সেক্টরে সবচেয়ে বেশি স্কিলড ওয়ার্কার চাওয়া হচ্ছে-
১. এসটিইএম প্রফেশনাল
এসটিইএম প্রফেশনাল হলো- সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথম্যাটিকস প্রফেশনাল। গবেষণা এবং উদ্ভাবনে যুক্তরাজ্যের চলমান বিনিয়োগের কেন্দ্রে রয়েছে ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স এবং আইটি সেক্টর। এই সেক্টরগুলোতে বিভিন্ন পদের জন্য দক্ষ জনশক্তি অফার করা হচ্ছে।
২. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং বিশেষজ্ঞ
যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্তরাজ্যে বিকশিত হচ্ছে। তাই মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্সের বিশেষজ্ঞ এখন অত্যন্ত মূল্যবান। চমৎকার বেতন এবং দ্রুত ট্র্যাক করা ক্যারিয়ার একে বিদেশি কর্মীদের পছন্দের শীর্ষে রেখেছে।
৩. হেলথকেয়ার কর্মী
যুক্তরাজ্যের বার্ধক্যজনিত জনসংখ্যা এবং ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদার ফলে ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনিশিয়ানের জরুরি চাহিদা দেখা দিয়েছে। এই সেক্টরে শূন্য পদ পূরণ করতে ফরেন হেলথ কেয়ার পেশাদারদের নিয়োগ করা হচ্ছে।
৪. নির্মাণ এবং স্কিলড ট্রেড
যুক্তরাজ্যে ক্রমবর্ধমান নির্মাণ খাত রয়েছে। কিন্তু এখানে অপর্যাপ্ত ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, আর্কিটেক্ট রয়েছে। তাই ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতে যোগ্য কর্মী আনার দিকে মনোনিবেশ করা হচ্ছে।
৫. সফটওয়্যার ইঞ্জিনিয়ার
যুক্তরাজ্যের প্রযুক্তিগত বুমের ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সামনের সারিতে রয়েছেন। নিয়োগকর্তারা ফরেন ট্যালেন্টদের নিয়োগের জন্য খুঁজছেন।
৬. ডেটা সায়েন্টিস্ট
বর্তমানে ডেটা বিজ্ঞানীদের চাহিদা বাড়ছে। এই ক্ষেত্রে দক্ষ পেশাদারদের, বিশেষ করে যাদের উন্নত ডিগ্রি আছে তারা বেশি প্রাধান্য পাচ্ছে।
৭. নার্স
হেলথ কেয়ারে নার্সিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি প্রশিক্ষিত নার্সদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে এনএইচএস এবং বেসরকারি স্বাস্থ্যসেবাগুলোতে ঘাটতি মোকাবিলায় নার্স নিয়োগ দেওয়া হচ্ছে।
৮. ইলেকট্রিশিয়ান
নির্মাণ এবং অবকাঠামো খাত ইলেকট্রিশিয়ান ঘাটতির সম্মুখীন হচ্ছে। তাই এই সেক্টরেও অনেক কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।
৯. ফার্মাসিস্ট
ব্রিটেনে ফার্মাসিস্টের ঘাটতির রয়েছে। এক্ষেত্রে রিটেইল এবং হেলথ কেয়ার উভয় ক্ষেত্রেই প্রচুর কাজের সুযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/একেএ