শিল্প সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক জালালাবাদ উৎসব’ সফল করার লক্ষ্যে প্যারিসের উপকণ্ঠ অবারভিলিয়েতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান।
সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ছালেহ আহমেদ, কমিউনিটি নেতা শাহ জামাল, সহসভাপতি আব্দুল বাছিত, সহ সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক লকুছ মিয়া, সদস্য সাদিকুর রহমান, কোষাধক্ষ্য আলতাফ হোসেন, নুরখান, হাজি কাওছার প্রমুখ ৷
আন্তর্জাতিক জালালাবাদ উৎসবে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরী, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. সুফিয়া রহমান, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আসহাব উদ্দীন, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিডি প্রতিদিন/হিমেল