ঢাকা, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

অবৈধ ক্যাটারিং ব্যবসার অভিযোগে মাস্কাটের এক্সপ্যাট ফ্ল্যাটে অভিযান
এইচ এম হুমায়ুন কবির, মাস্কাট ওমান:

ওমানের রাজধানী মাস্কাটের রুইয়ের একটি অ্যাপার্টমেন্টে বৃহস্পতিবার অভিযান চালিয়েছে মাস্কাট পৌরসভা।

মাস্কাট পৌরসভার কর্মকর্তাদের দেয়া তথ্য মতে শ্রমিকরা লাইসেন্স ছাড়াই পরিচালনা করত এই খাদ্য সরবরাহের কাজ।

মাস্কাট পৌরসভা এক বিবৃতিতে বলেছে "পৌর কর্তৃপক্ষ রুই অঞ্চলে একটি ফ্ল্যাটে অভিযান চালায়। বাণিজ্যিক উদ্দেশ্যে খাবার রান্না ও খাবার তৈরির জন্য প্রবাসী শ্রমিকরা ফ্ল্যাটটি ব্যবহার করত। ওই ফ্ল্যাটে তৈরিকৃত খাবার রুইতে রেস্তোঁরা ও ক্যাফেতে বিতরণ করা হতো। যা কোন ভাবেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা নয়। এমন অননুমোদিত কর্মকাণ্ড দেশটির আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করে তারা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর