মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন এবং সামাজিক জবাবদিহিতা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ’র রোশনি মহলে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় প্লাটফর্ম ফর ডায়ালগ (পিফোরডি) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ। বক্তব্য দেন পিফোরডি প্রকল্প পরিচালক ও কেবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব (সংস্কার) সুলতান আহমেদ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এতে সভাপতিত্ব করেন পিফোরডি প্রকল্পের টিম লিডার আরসেন স্টেপানয়ান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান বলেন, পিফোরডি প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহি কার্যক্রম শক্তিশালী করা। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ এর উদ্দেশ্যসমূহ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, এ প্রকল্পের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধি এবং নাগরিক সমাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ইতিমধ্যেই দেশের জনগণ এর সুফল পেতে শুরু করেছেন।
এ কর্মশালায় মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলার সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশিল সমাজ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ২৮০ জন অংশ নেন।
বিডি প্রতিদিন/ফারজানা