২১ মার্চ, ২০২০ ১০:১৩

বাগেরহাটের উপনির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের উপনির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি

বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের উপনির্বাচনে শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। করোনা আতঙ্ক থাকলেও কেন্দ্রগুলোতে নারী পুরুষ সমানে সমান দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন ভোট প্রদানের জন্য। করোনা সংক্রমণ এড়াতে ভোটদানের আগে সকল কেন্দ্রে হাত পরিষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে। 

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলন বেলা ৯টায় আব্দুল আজীজ মেমোরিয়াল বিদ্যালয় কেন্দ্রে সস্ত্রীক ভোট প্রদান করেছেন। জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রী কামলা জিলবুনিয়া কেন্দ্রে ভোট প্রদান করেছেন। 

মোরেলগঞ্জের ১১০টি কেন্দ্রে ২ লাখ ২৭ হাজার ৫৫৫জন ভোটার ও শরণখোলার ৩৩টি কেন্দ্রে ৩৮ হাজার ৯৫৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা ভোটার উপস্থিতির বিষয়ে বেশ তৎপর রয়েছেন।

কেন্দ্রগুলোতে শৃংখলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব-৬ এর সদস্যরা কাজ করছেন। 
 
বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর