২৯ মার্চ, ২০২০ ১৬:৪৬

ইজিবাইক চার্জ দিতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ইজিবাইক চার্জ দিতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিপন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রিপন কোলদীঘি গ্রামে শফিকুল ইসলামের ছেলে ও হাটধুমা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আজ রবিবার সকালে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল শনিবার রাতে উপজেলার কোলদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে উপজেলার কোলদীঘি গ্রামে নিজ বাড়িতে বাবার ইজিবাইক (অটোভ্যান) মাদ্রাসার ছাত্র রিপন হোসেন ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে ইজিবাইকটি বিদ্যুৎতায়িত হয়ে যায়। এ সময় রিপন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর