২৯ মার্চ, ২০২০ ১৮:৪৭

পাথরঘাটায় ত্রাণ বিতরণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায়  রেখে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পাথরঘাটা উপজেলায় ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪শ হতদরিদ্র ও ভিক্ষকের মাঝে চাল, আলু ও ডাল বিতরণ করা হয়েছে। রবিবার ইউএনওর তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী নিজস¦ পরিবহণে ইউনিয়ন পর্যায়ে গিয়ে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান, নৌবাহিনী লে. কমান্ডার দ্বীপংকর রায়। 

ইউএনও মো. হুমায়ুন কবির বলেন, পাথরঘাটা উপজেলায় ৪শ হতদরিদ্র ও ভিক্ষুকদের মাঝে মাথাপিছু ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল বিতরণ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে এড়ানোর জন্য সকল নিয়ম কানুন মেনেই এ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সরকারি নির্দেশনা অনুযায়ী আরও বিতরণ করা হবে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর