২৯ মার্চ, ২০২০ ১৮:৫৬

বরগুনায় জীবাণুনাশক ওষুধ স্প্রে ও মাস্ক বিতরণ

বরগুনায় জীবাণুনাশক ওষুধ স্প্রে ও মাস্ক বিতরণ

বরগুনা জেলা শহরসহ ৬টি উপজেলার বাজার, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে রবিবার জীবাণুনাশক ওষুধ স্প্রে ও মাস্ক বিতরণ করছে নৌবাহিনী। নৌবাহিনীর কমান্ডার ও জেলা সমন্বয়কারী নুর-উর-জামান বলেন, যতোদিন করোনার প্রভাব থাকবে ততোদিন আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চলবে, যাতে করে সরকারি নির্দেশনা মেনে জনগণ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না হয় আমরা এ বিষয়ও সতর্ক রয়েছি। 

সকালে বরগুনা সিরাজউদ্দিন সড়ক, বেতাগী-বরগুনা বাসস্ট্যান্ড,বড়ব্রিজ মাছ বাজারসহ বিভিন্ন অলিগলিতে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। এ সময় পথচারীদেও ব্যবহৃত জুতা-স্যান্ডেলেও স্প্রে করা হয়। বরগুনা  পৌরসভার মেয়র শাহাদাত হোসেনের নেতৃত্বে কাউন্সিলররা ৯ টি ওয়ার্ডে ২০ টিম গঠন করে প্রতিদিন জীবাণুনাশক ওষুধ স্প্রে ও পরিস্কার পরিচ্ছন্নতা অব্যাহত রেখেছেন। এছাড়া যুব রেড ক্রিসেন্টসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর