২৫ অক্টোবর, ২০২০ ১৮:৪৩

শেরপুরে ১২ বছরের শিশুর হাতে তৈরি হলো দেবী দুর্গা প্রতিমা

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

শেরপুরে ১২ বছরের শিশুর হাতে তৈরি হলো দেবী দুর্গা প্রতিমা

বগুড়ার শেরপুরে ১২ বছরের এক শিশু তৈরি করেছে দুর্গা প্রতিমা। সেটি স্থান পেয়েছে উপজেলার পৌর শহরের পূর্ব শ্রীরামপুর পাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপে। সেই প্রতিমা দেখতে ভিড় করছে নানা শ্রেণির মানুষ।

প্রতিমা তৈরির সেই শিশু কারিগর হলো শোভন দাস। শোভন শেরপুর পৌর শহরের ঘোষপাড়ার কানাই ঘোষের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে।

শোভনের পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা কানাই ঘোষ শারীরিকভাবে অসুস্থ। মা শেফালী ঘোষ গৃহিণী। তিন ভাই ও এক বোনের মধ্যে শোভন সবার ছোট।

পূর্ব শ্রীরামপুর পাড়া মন্দির কমিটির সভাপতি সুশীল কুমার সরকার বলেন, ১০ হাজার টাকায় তারা শোভনকে দিয়ে এবছর দেবী দুর্গার প্রতিমা তৈরি করেছেন। শোভন একজন শিশু কারিগর হলেও খুব সুন্দর প্রতিমা তৈরি করেছে।

প্রতিমা দর্শন করতে আসা রঞ্জন কুমার দত্ত নন্দ বলেন, শিশু শোভনের ছোঁয়ায় এমন সুন্দর প্রতিমা তৈরি দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

পূজা মণ্ডপে দেখা হয় বিভিন্ন মহল্লা থেকে আসা নারী দর্শনার্থীদের সঙ্গে। তাদের মধ্যে চারজন বলেন, যারা প্রতিমা তৈরির কারিগর তারা মূলত যুবক বয়স থেকেই শুরু করে। ১২ বছরের শিশু কারিগর তারা প্রথম দেখলেন।

পূর্ব শ্রীরামপুর পাড়ায় সার্বজনীন দুর্গা মণ্ডপে কথা হয় শোভনের সঙ্গে। শোভন জানায়, পাড়ার এক দাদা প্রকাশ ঘোষ সারা বছরই পূজার প্রতিমা তৈরি করেন। ছোট থেকেই প্রতিমা তৈরি দেখে আসছেন। প্রায় তিন বছর ধরে দাদার কাজে সহযোগিতা করে আসছে শোভন। সহযোগিতার একপর্যায়ে এবছর দেবী দুর্গার প্রতিমা তৈরি করে সে।

এ প্রসঙ্গে শেরপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু বলেন, শেরপুর শহরে দক্ষিণ সাহাপাড়া হাটখোলা এলাকাসহ শহরের চারটি এলাকায় প্রতিমা তৈরি হয়। সেখানে অনেক শিশু-কিশোরদের এই প্রতিমা তৈরিতে কারিগরকে সহযোগিতা করতে দেখা যায়। কারিগরদের মধ্যে এই শিশু কারিগর শোভন ঘোষ অন্যতম।

আগামী বছর আরও প্রতিমা তৈরির আশা আছে। লেখাপড়ার পাশাপাশি প্রতিমা তৈরিতে মনোনিবেশ করবে বলেও জানায়  শোভন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর