মুন্সিগঞ্জের গজারিয়ায় স্বর্ণের দোকানে ঢুকে স্বর্ণকারকে ছুরিকাঘাত করে তিনটি সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় মোস্তফা (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটক মোস্তফা গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুনচর গ্রামের শহীদ মিয়ার ছেলে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী মোস্তফার অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার (৩ মে) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পরে মোস্তফার দেওয়া তথ্যে তার বসতঘর থেকে একটি সোনার চেইন উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, “আটক মোস্তফার কাছ থেকে একটি চেইন উদ্ধার করা হয়েছে। বাকি দুটি চেইন উদ্ধারে অভিযান চলছে।”
উল্লেখ্য, শুক্রবার (০২ মে) দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী বাজারে ‘সোমা জুয়েলার্স’-এ ছুরিকাঘাত করে স্বর্ণকার শুভ কর্মকারের কাছ থেকে তিনটি সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যায় মোস্তফা।
বিডি প্রতিদিন/আশিক