শিরোনাম
সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছয় তলা থেকে লাফ

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা সদর হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়ে মধু চক্রবর্তী নামে এক রোগী আত্মহত্যা করেছেন। শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মধু চক্রবর্তী নেত্রকোনার হীরণ চক্রবর্তীর ছেলে। তিনি পেশায় ধান-চাল ব্যবসায়ী ছিলেন। বেশ কিছুদিন ধরে মধু অসুস্থ ছিলেন। হাসপাতাল ও নিহতের পরিবার সূত্র জানায়, বছর খানের আগে মধুর মাথায় টিউমার জনিত সমস্যার কারণে মাথায় অস্ত্রপাচার করা হয়। এরপর থেকেই মধু মানসিক ও শারীরিকভাবে অনেকটা অসুস্থ ছিল। সর্বশেষ গত ১৮ নভেম্বর শ্বাসকষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে মধু  হাসপাতালে ভর্তি হন। শনিবার রাতে তার স্ত্রী পপি ভৌমিকের সঙ্গে ঝগড়া ও রাগারাগির এক পর্যায়ে হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মধুকে মৃত ঘোষণা করেন। শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল কবীর সুমন বলেন, আগে থেকেই মধু মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ৬ ছয় তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহাম্মেদ বাদল বলেছেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর