ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ৬৪৫ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ‘নগদ’-এর সাবেক এমডি তানভীর আহমেদ মিশুকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জাল দলিল, মিথ্যা তথ্য ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রতিবেদন তৈরি করে ‘ই-মানি’ ইস্যু এবং সরকারি রিপোর্টিং পোর্টালে ভুল তথ্য প্রদান করে ওইসব টাকা আত্মসাৎ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলাটি করেন। গতকাল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর সাবেক এমডিসহ অন্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি, হিসাবপত্রে মিথ্যা বর্ণনা ও মিথ্য রিপোর্ট প্রদানের মাধ্যমে ৬৪৫ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ২০২১ সালের ১ জুন থেকে ২০২৪ সালের ১১ নভেম্বর পর্যন্ত ‘ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে’ ফিজিক্যাল মানি স্থিতির চেয়ে ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকার বেশি ‘ই-মানি’ ইস্যু করা হয়েছে। পরে ওই টাকা অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ড করার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- নগদের নির্বাহী পরিচালক ও নমিনি পরিচালক সাফায়েত আলম, এএমডি ও নমিনি পরিচালক মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র ম্যানেজার মারুফুল ইসলাম ঝলক, চিফ টেকনোলজি অফিসার আবু রায়হান, হেড অব ফাইন্যান্স অপারেশন রাকিবুল ইসলাম, চিফ ফাইন্যান্স অফিসার আফজাল আহমেদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী। মামলার এজাহার থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ ডাক বিভাগ ও ডাক অধিদপ্তরের সঙ্গে চুক্তির মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পরিচালনার সুযোগ পায়। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ডাক বিভাগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। কিন্তু সেই অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে জমা না দিয়ে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করা হয়।
শিরোনাম
- চট্টগ্রামে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
- চাঁপাইনবাবগঞ্জে ৮ চোরাই মোটরসাইকেল উদ্ধার
- গৃহহীনদের অবিলম্বে রাজধানী ছাড়তে বললেন ট্রাম্প
- হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ গ্রেফতার
- আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই : তারেক রহমান
- দেশব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু ১ সেপ্টেম্বর
- টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু
- গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪
- গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন
- চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি সাড়ে ৬ হাজার পরিবার
- স্বাস্থ্য সংস্কারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ ও আমরণ অনশন
- দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে: দুদক চেয়ারম্যান
- মিয়ানমারে নির্বাচন প্রতিহতের ঘোষণা বিদ্রোহী গোষ্ঠীর
- হবিগঞ্জে ৫১ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ
- নির্বাচনে ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে
- বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৫
- অভিযানে গিয়ে গুলিবিদ্ধ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স
- ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক
- খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
- মাইলস্টোনের দগ্ধদের চিকিৎসা দিচ্ছে ব্রিটিশ মেডিকেল টিম
নগদের সাড়ে ৬০০ কোটি টাকা আত্মসাতে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর