ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ৬৪৫ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ‘নগদ’-এর সাবেক এমডি তানভীর আহমেদ মিশুকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জাল দলিল, মিথ্যা তথ্য ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রতিবেদন তৈরি করে ‘ই-মানি’ ইস্যু এবং সরকারি রিপোর্টিং পোর্টালে ভুল তথ্য প্রদান করে ওইসব টাকা আত্মসাৎ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলাটি করেন। গতকাল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর সাবেক এমডিসহ অন্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি, হিসাবপত্রে মিথ্যা বর্ণনা ও মিথ্য রিপোর্ট প্রদানের মাধ্যমে ৬৪৫ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ২০২১ সালের ১ জুন থেকে ২০২৪ সালের ১১ নভেম্বর পর্যন্ত ‘ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে’ ফিজিক্যাল মানি স্থিতির চেয়ে ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকার বেশি ‘ই-মানি’ ইস্যু করা হয়েছে। পরে ওই টাকা অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ড করার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- নগদের নির্বাহী পরিচালক ও নমিনি পরিচালক সাফায়েত আলম, এএমডি ও নমিনি পরিচালক মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র ম্যানেজার মারুফুল ইসলাম ঝলক, চিফ টেকনোলজি অফিসার আবু রায়হান, হেড অব ফাইন্যান্স অপারেশন রাকিবুল ইসলাম, চিফ ফাইন্যান্স অফিসার আফজাল আহমেদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী। মামলার এজাহার থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ ডাক বিভাগ ও ডাক অধিদপ্তরের সঙ্গে চুক্তির মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পরিচালনার সুযোগ পায়। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ডাক বিভাগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। কিন্তু সেই অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে জমা না দিয়ে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করা হয়।
শিরোনাম
- মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার পর কমেছে তেলের দাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জুন)
- ‘সিচুয়েশন রুমে’ ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা
- বাহরাইনে সাইরেন বাজিয়ে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
- কাতার-আমিরাতের পর আকাশসীমা বন্ধ করলো কুয়েত
- উখিয়ায় ডাকাতিতে বাধা দেওয়ায় গুলিতে একজন নিহত
- কুষ্টিয়ায় র্যাবের অভিযানে বিলুপ্তপ্রায় ৬৭ কচ্ছপ উদ্ধার
- কোনোদিন ভোটকেন্দ্রে যায়নি, তারা শেখাচ্ছে কীভাবে ভোট হবে: রনি
- ঝুঁকিতে পোশাকশিল্প
- অর্থনৈতিক সংকট বাড়বে আগামী বছর
- কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার নিন্দা আমিরাতের
- আড়াই কেজি ওজনের ইলিশ বিক্রি ১৩ হাজার টাকায়
- রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আয়েশা গ্রেফতার
- লন্ডন বৈঠকে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে দেশ : আমীর খসরু
- বাবা হারালেন পিয়া জান্নাতুল
- ইসরায়েলে হামলায় আরেকটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান
- নাটোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ আটক ১৪
- বাংলাদেশে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউ
- ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে একমত জোট : ন্যাটো প্রধান
- নেতানিয়াহুকে ‘হাঁটু গেড়ে না বসানো’ পর্যন্ত হামলা চলবে: ইরান
নগদের সাড়ে ৬০০ কোটি টাকা আত্মসাতে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর