আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ঘিরে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়, যদিও হোয়াইট হাউজ সেই সম্ভাবনা পুরোপুরি নাকচও করেনি। জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। বৈঠকটির বিষয়ে জানাশোনা আছে—এমন একজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
এনবিসি নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে এ-ও বলা হয়েছে, জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি চূড়ান্ত নয়। সম্ভাবনার পর্যায়ে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে। এটি হবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক। এর আগে ২০২১ সালের জুনে সুইজারল্যান্ডের জেনেভায় পুতিন ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়েছিল।
শনিবার ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেও জোর দিয়ে বলেছেন, চলমান সশস্ত্র সংঘাতের সমাধান অবশ্যই কিয়েভ ও ইউরোপের “গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্বার্থ” সুরক্ষিত রাখতে হবে। তাদের যৌথ বিবৃতিতে আরও বলা হয়, “ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনে শান্তির পথ নির্ধারণ করা যাবে না।” সূত্র: এনবিসি নিউজ
বিডি প্রতিদিন/নাজিম