জুলাই ঘোষণাপত্রকে জনগণের সঙ্গে প্রতারণামূলক প্রহসন উল্লেখ করে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ৬০ জন ছাত্রনেতা। গতকাল রাতে এক যৌথ বিবৃতিতে ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেন তারা। একইসঙ্গে নতুন ঘোষণাপত্র প্রণয়ন করারও দাবি জানান তারা। এতে বলা হয়, শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতিকে প্রতিনিধিত্ব করতে সক্ষম গণপরিষদ নির্বাচন আয়োজন ও প্রকৃত ঘোষণাপত্রের সঙ্গে সংগতি রেখে নতুন গণবান্ধব সংবিধান প্রণয়ন করতে হবে এবং এসব দাবি বাস্তবায়নে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সর্বস্তরের ছাত্র-জনতা তথা পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদরাসার শিক্ষার্থী, নারীসমাজ, কৃষক-শ্রমিক, পেশাজীবীসহ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে সক্রিয় ভূমিকা পালনে আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম হলেন- জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সাবেক সমন্বয়ক আরিফ সোহেল, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হামজা মাহবুব, এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা বুশরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন প্রমুখ।