রাজধানীর চকবাজার এলাকার একটি বাসায় পানিভর্তি বালতিতে ডুবে মো. আয়মন নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১১টায় চান্দিঘাটের মাজেদা গার্ডেনের নন্দকুমার দত্ত রোডের ৪৭/১ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে আয়মন।
আয়ানের বাবা মো. স্বপন মিয়া বলেন, আমরা স্বামী-স্ত্রী গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পর ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। পরে বাথরুমে ঢুকে দেখি মাথা ওপরে করে বালতির পানির মধ্যে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছোট।