"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
উদ্বোধনী অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এবারের বৃক্ষমেলায় ২৬টি স্টলে শতাধিক প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি চারা প্রদর্শিত হচ্ছে। এছাড়া দুর্লভ, বিলুপ্তপ্রায় ও পাহাড়ি অঞ্চলে উপযোগী গাছের চারার স্টলগুলো অতিথিরা পরিদর্শন করেন।
পরে পৌর টাউন হল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিথি জেলা প্রশাসক রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, রেড এিসেন্ট সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, খাগড়াছড়ি জেলা আমীর সৈয়দ মোঃ আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক।
বক্তারা বলেন, সামাজিক বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে একদিকে আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষিত থাকবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের ঝিরি, নালা ও নদীর নাব্যতা রক্ষাসহ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর ওপর জোর দেন তারা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ঔষধি ও অন্যান্য প্রজাতির চারা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আশিক