"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।
পরে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান, সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, সঠিক নিয়মে গাছ রোপণ ও পরিচর্যা করলে সবুজে পরিণত হবে দেশ। সবাইকে বৃক্ষরোপনের জন্য উদাত্ত আহ্বান জানান বক্তারা। শেষে ১০০জন শিক্ষার্থীর মাঝে ২০০ চারা বিতরণ করা হয়।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে। মেলায় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ৪৫টি স্টল স্থান পায়।
বিডি প্রতিদিন/হিমেল