৭৫ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে টেনে তোলেন টিম ডেভিড। তার বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ বলে অলআউট হওয়ার আগে দলটি তুলে ১৭৮ রানের লড়াকু সংগ্রহ। জবাবে রায়ান রিকেলটনের একার লড়াই সত্ত্বেও জয় ছিনিয়ে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। জশ হ্যাজলউড ও বেন ডোয়ার্শিসের দারুণ বোলিংয়ে ৯ উইকেটে ১৬১ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস।
রবিবার ডারউইনে প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানের জয় নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরল ডারউইনে।
ম্যাচসেরা টিম ডেভিড ৫২ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল আট ছক্কা ও চারটি চার। ক্যামেরন গ্রিন করেন ১৩ বলে ৩৫ রান। দলের বাকি ব্যাটাররা ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে রিকেলটন করেন ৫৫ বলে ৭১ রান, গ্লেন ম্যাক্সওয়েলের চমকপ্রদ এক ক্যাচে যার ইতি ঘটে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে ট্রিস্টান স্টাবসের ব্যাট থেকে। হ্যাজলউড ও ডোয়ার্শিস নেন তিনটি করে উইকেট। এই জয়ে টি-টোয়েন্টিতে টানা নবম ম্যাচে জয় পেল অস্ট্রেলিয়া, অন্যদিকে এই সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের টানা ষষ্ঠ হার।
বিডি প্রতিদিন/নাজিম