মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পথে দ্রুতগতির যানবাহনের ধাক্কায় প্রায়ই মারা যাচ্ছে বন্যপ্রাণী। বিশেষ করে রাতে এই প্রাণহানির ঘটনা বেশি ঘটছে।
শ্রীমঙ্গল উপজেলা থেকে কমলগঞ্জের দিকে যাওয়া পিচঢালা সড়কের একটি বড় অংশ লাউয়াছড়া বনাঞ্চলের ভেতর দিয়ে গেছে। দেশের অন্যতম জীববৈচিত্র্যময় এই বনের পথে প্রায়ই সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী।
রবিবার (১০ আগস্ট) সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে একটি মেছো বিড়ালকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা প্রাণীটিকে ধাক্কা দিলে মুহূর্তেই তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জের ওয়াইল্ডলাইফ রেঞ্জার কাজী মো. নাজমুল হক জানান, “লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে সর্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার নির্ধারিত। সাইনবোর্ড দিয়েও এ নির্দেশনা দেওয়া আছে। চালকদের সচেতন করতে বনবিভাগ, সহ-ব্যবস্থাপনা কমিটি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সভা আয়োজন করা গেলে বন্যপ্রাণী রক্ষা সম্ভব।”
মেছো বিড়াল নিশাচর প্রাণী, যা সাধারণত দিনে ঝোপঝাড়, গাছের ডাল বা গর্তে ঘুমায় এবং রাতে জলাশয়ের আশপাশে বিচরণ করে। প্রাকৃতিক জলাভূমি ও ঝোপঝাড় কমে যাওয়ায় এ প্রাণী এখন বাংলাদেশে বিপন্ন। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সংরক্ষণ সংঘ (আইইউসিএন) প্রাণীটিকে ‘সংকটাপন্ন’ হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।
বিডি প্রতিদিন/আশিক