সুন্দরবনের নদী থেকে শামুক সংগ্রহ করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বনবিভাগ। শনিবার সন্ধ্যায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে মাইকিং করে এ সতর্ক বার্তা প্রচার করা হয়।
জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র জেলেদের মাধ্যমে সুন্দরবনের নদী থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে ভারতে পাচার করছে। শামুক নিধনের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, “সুন্দরবন একটি নির্দিষ্ট এরিয়া। এখানে সবকিছুর সীমাবদ্ধতা আছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শামুক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা ধরা বা সংগ্রহ আইনগতভাবে নিষিদ্ধ। কেউ যদি শামুক ধরে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।”
বিডি প্রতিদিন/আশিক