হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় স্বামী-স্ত্রীসহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাতে গুইবিল বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৬৯/এম এর কাছে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার ভিলবকসাই গ্রামের সময় কান্ত দাস (২৬), সুনামগঞ্জের শাল্লা থানার গোযানী গ্রামের জহর লাল দাস (৭১), আজমিরীগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সত্যেন্দ্র চন্দ্র দাস (৫৮), তার স্ত্রী লক্ষী রানী দাস এবং মেয়ে উতোমা কুমারি দাস (২২)।
রবিবার দুপুরে তাদের চুনারুঘাট থানায় সোপর্দ করা হয় এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা বজায় রাখতে এবং অবৈধ পারাপার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোরভাবে নজরদারি চালিয়ে যাচ্ছে। কেউ অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে তাকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চোরাকারবারী, মাদক ব্যবসায়ী ও অবৈধ পারাপারের সঙ্গে যুক্ত দালাল চক্রকেও বিজিবি ছাড় দেবে না।
বিডি প্রতিদিন/হিমেল