জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের পাঁচ প্রতিষ্ঠানকে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট’ প্রদান করেছে।
এই স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের আওতায়। সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্টিফিকেটগুলি প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বিএটি বাংলাদেশ, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনাটা ফার্মাসিউটিক্যালস এবং ব্যুরো বাংলাদেশ। এনবিআর জানিয়েছে, সরকারি অটোমেশন কর্মসূচি বাস্তবায়নে তাদের অবদান এবং সরকারের ইতিবাচক উদ্যোগে ধারাবাহিক সমর্থনের স্বীকৃতিস্বরূপ এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিএসডব্লিউ প্রকল্প চালু হওয়ার পরপরই বিএটি বাংলাদেশ কাগজবিহীন প্রক্রিয়া কার্যকর করেছে। এতে সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগের প্রয়োজন কমে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। এছাড়া, পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও খরচও কমেছে।
২০১৭ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ১৯টি সরকারি সংস্থাকে একক ডিজিটাল পোর্টালে আনা হয়েছে এবং ফেব্রুয়ারির পর থেকে সাতটি সরকারি সংস্থার ক্ষেত্রে হাতে লেখা সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ