ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) দেশের পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগে ফিকি লিডারশিপ একাডেমি’র আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য মাইন্ড ম্যাপার বাংলাদেশ (এমএমবি)-এর সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর ফিকির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফিকির পরিচালনা পর্ষদের সদস্য আলা উদ্দিন আহমদ এবং মাইন্ড ম্যাপার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ইজাজুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অংশীদারিত্বের মাধ্যমে মাইন্ড ম্যাপার বাংলাদেশ ফিকির নলেজ পার্টনার হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতকেন্দ্রিক ও চাহিদাসম্পন্ন বিষয়ে কাস্টমাইজড প্রশিক্ষণ ডিজাইন ও পরিচালনায় সহায়তা করবে।
আলোচনা সভায় ফিকির কর্মকর্তারা বলেন, অংশীদারিত্বের মাধ্যমে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন অনুপ্রাণিত করা এবং পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে তাদের সাফল্য নিশ্চিত করা সম্ভব হবে। ইজাজুর রহমান বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশ ও এর বাইরে পেশাদার ও প্রতিষ্ঠানগুলোর জন্য সত্যিকার প্রভাব তৈরি করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ